বাংলাদেশ ডেস্ক: অবশেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে সাড়া দিয়েছে দিল্লি। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল সেপ্টেম্বরে নিউ ইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর সময়স্বল্পতায় সে যাত্রায় বৈঠক হয়নি। প্রধান উপদেষ্টার চিন সফরের পরপরই অনুষ্ঠেয় এই বৈঠক বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
বুধবার একটি কূটনৈতিক সূত্র জানায়, ৪ এপ্রিল ব্যাংককে বৈঠক করার বিষয়ে সম্মতি দিয়েছে দিল্লি। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীণ সরকারের একাধিক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ভারতবিরোধী অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এই বৈঠক দুই দেশের মধ্যে সৃষ্ট আস্থার সংকট কমাতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার ২ এপ্রিল বঙ্গোপসাগরীয় অঞ্চলের জোট বিমসটেক-এর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার। সেদিনই সাইডলাইনে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/@NRB365_News
আরও খবর পড়ুন:
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
প্রথম দিনে এগিয়ে শাকিব, ধরাশায়ী জাজ মাল্টিমিডিয়া
বিচারহীনতার অপসংস্কৃতিই আছিয়াদের মৃত্যুর কারণ
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন