বাংলাদেশ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ।
বুধবার (২৮ মে) প্রয়াত নূরুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে তার পরিবার।
১৯৯২ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩ মাস কোমায় ছিলেন। ২৮ মে সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নূরুর রহমান দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন প্রত্যক্ষভাবে। মুক্তিযুদ্ধকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন নিরলসভাবে। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজনৈতিক সচেতনদের মুক্তিবাহিনীতে রিক্রুট করতেন।
প্রয়াত নূরুর রহমানের বড়ো ছেলে রেজাউর রহমান দেশের একটি খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি প্রথমসারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। আরেক ছেলে রহমান মুস্তাফিজ ও তার স্ত্রী কাজী তামান্না তৃষা সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন।
প্রয়াত নূরুর রহমানের স্ত্রী ফজিলাতুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীণ সদস্য। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ২০১১ সালের ১৫ অক্টোবর থেকে শয্যাশায়ী।
এনআরবি৩৬৫/এএমটি/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
পাসপোর্ট ও নীল বিদ্রোহ: মঈন কাদেরি
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে
নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সিপিবির
উদীচী উদযাপন করেছে মহান মে দিবস
লন্ডনে সম্মাননা পেলেন কিটন শিকদার