Monday
22 September 2025

ইতিহাস গড়া টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপদের হারালো টাইগাররা

December 27, 2023

স্পোর্টস ডেস্ক: শেষ ওয়ান ডে জেতার ধারাবাহিকতায় প্রথম টি-টোয়েন্টিতেও জিতলো বাংলাদেশ। একই মাঠে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ জিতলো ৫ উইকেটে। স্বাগতিকদের মাঠে এটিই টাইগারদের প্রথম টি-টোয়েন্টিতে জয়।

বুধবার টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান করে কিউইরা। ১ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। জিমি নিশম ছাড়া বলার মত রান পাননি কোনো কিউই-ই ব্যাটার।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১০ রানের মাথায় ফেরেন রনি তালুকদার। চার বাউন্ডারিতে ১৪ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন শান্ত। সৌম্য সরকার ১ ছক্কা ও ২ চারে ১৫ বলে করেন ২২ রান। দলীয় রান তখন ৬৭। আউট হওয়ার আগে তাওহিদ হৃদয় করেছেন ১৯ রান। আফিফের সংগ্রহ মাত্র ১ রান।

৯৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে এক প্রান্ত আগলে রাখা লিটন দাসকে যোগ্য সঙ্গ দেন মাহেদি হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে তাদের সংগ্রহ ৪০ রান। এই জুটিই নিশ্চিত করে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড জয়।

লিটন শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৩৬ বলে করেন ৪২ রান। অন্য প্রান্তে মাহেদি অপরাজিত ছিলেন ১৯ রানে। ৮ বল হাতে রেখেই বাংলাদেশ ৩ ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০ তে।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইতে।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

যে কারণে ওয়ালটনকে সম্মাননা দিল কিউই ক্রিকেট বোর্ড

কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ

অ্যাডিনো ভাইরাসের নয়া প্রজাতি, ছড়িয়ে পড়ছে ভারতজুড়ে

আ.লীগের নির্বাচনী ইশতেহার: প্রতিশ্রুতি অবৈধ অর্থ-সম্পত্তি বাজেয়াপ্ত করার

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে