Monday
22 September 2025

শান্তর নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক তিন জয়

December 28, 2023

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটের কারণে বিশ্রামে গেলেন। এরপর ব্যস্ত হলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারণার কাজে। সাকিবের অবর্তমানে নিউজিল্যান্ড সফরে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর নেতৃত্বে গত মাসে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ড্র করে টাইগাররা।

টেস্ট সিরিজ শেষে চলতি মাসের মাঝামাঝি নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সফরে প্রথম দুই ওয়ানডেতে হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে নেমে নিউজিল্যান্ডকে ৯৮ রানে ধসিয়ে দিয়ে কিউইদের মাঠে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বুধবার শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডের মতো নিউজিল্যান্ডের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এদিন কিউইদের ১৩৪/৯ রানে থামিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে ঐতিহাসিক এই ৩ জয়ে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতে ১-০তে এগিয়ে যাওয়া বাংলাদেশ দল এখন সিরিজ জয়ের ইতিহাস গড়ার পরিকল্পনা করছে।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়

ইতিহাস গড়া টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপদের হারালো টাইগাররা

ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই

অ্যাডিনো ভাইরাসের নয়া প্রজাতি, ছড়িয়ে পড়ছে ভারতজুড়ে

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে