Monday
22 September 2025

সিঙ্গাপুরের কাছে ন্যূনতম ব্যবধানে হারলেন হামজা শমিতরা

June 10, 2025

বাংলাদেশ ডেস্ক: র‌্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। সমর্থকদের হতাশ করে ন্যূনতম ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক টিম বাংলাদেশ। জামাল ভূঁইয়াবিহীন বাংলাদেশ দলের হয়ে এ ম্যাচে অভিষেক হলো প্রবাসী শমিত সোমের। হামজা তার স্বাভাবিক খেলা খেলেছেন এবং দলের একমাত্র গোলটি এসেছে তারই অ্যাসিস্টে।

মঙ্গলবার ১০ জুন সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বল মাঠে গড়ায়। ২০ হাজারেরও বেশি দর্শক মাতিয়ে তোলেন গ্যালারী। আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত থাকে বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার আগে ইউ ওয়াই সাংয়ের গোলে এগিয়ে যায় অতিথিরা। গ্যালারীজুড়ে তখন কঠোর নীরবতা।


বিরতির পর দেখা মেলে ছন্নছাড়া বাংলাদেশকে। এই সুযোগে ৫৯ মিনিটে সিঙ্গাপুরের লিড দ্বিগুন করেন ইখসান ফান্দি। সাদা জার্সি পরে খেলতে নামা ৫ ডিফেন্ডারের মাঝ থেকে দেয়া গোলটি ছিল দৃষ্টিনন্দন।

দ্বিতীয় গোলের পর যেনো ঘুম ভাঙে বাংলাদেশ দলের। একের পর এক আক্রমণ শানায় হামজা-শমিতরা। সেই ধারাবাহিকতায় বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা রাকিব হোসেন দর্শক মাতিয়ে গোলের ব্যবধান কমান। খেলার ৬৭ মিনিটে হামজার অ্যাসিস্টে তিনি গোলটি করেন। মরিয়া হয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও সিঙ্গাপুরের রক্ষণভাগ ও গোলকিপারের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ের ফলে গ্রুপ সি-তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। একটি করে পয়েন্ট নিয়ে শেষ দুই দল বাংলাদেশ ও ভারত। শেষ রাউন্ডের খেলায় সব হিসেব নিকেষ পাল্টে যেতে পারে। বাংলাদেশকে হংকংয়ের বিপক্ষে কমপক্ষে তিন গোল নিয়ে জিততে হবে। অন্যদিকে, ভারতের বিপক্ষে জিতেতে হবে সিঙ্গাপুরকে। তবে যদি ভারত জেতে সেটিও হতে হবে ন্যূনতম ব্যবধানে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
আজকের শীর্ষ ১০ সংবাদ
আজকের শীর্ষ ১০ সংবাদ
কালোটাকা সাদা করার সুযোগ: কঠোর সমালোচনা সিপিডি’র
বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ
পাসপোর্ট ও নীল বিদ্রোহ: মঈন কাদেরি