বাংলাদেশ ডেস্ক: ১৩৯তম মহান মে দিবস উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় বক্তারা মজুরিতে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার দিন বলে উল্লেখ করেন। বলেন, আমাদের দেশের এখন পর্যন্ত শ্রমিকরা বেঁচে থাকার উপযুক্ত ন্যূনতম মজুরি পান না।
বৃহস্পতিবার পয়লা মে সকালে সূত্রাপুরের লোহারপুলে এই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠারে আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী গেন্ডারিয়া শাখা।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন সংগঠনের গেন্ডারিয়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন কুমার দাস। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা সভাপতি বিকাশ সাহা, উদীচী গেন্ডারিয়া শাখার ওঙ্কারনাথ ঝলক, সুমন সাহা ও তনিমা নাহার সোমা।
বক্তারা শ্রমজীবী মানুষ ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানান। বলেন, মে দিবস শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন, মজুরিতে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার দিন। কিন্তু আমাদের দেশে শ্রমিকরা ন্যূনতম মজুরি পান না। রেমিটেন্স যোদ্ধারা দেশের রিজার্ভ বাড়ান, গার্মেন্টস শ্রমিকদের শ্রমে সিংহভাগ রপ্তানি আয় হয়, গৃহশ্রমিকরা রাত দিন পরিশ্রম করেন। অথচ তারা ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করে। অন্যদিকে, মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা বিদেশে পাচার করছে। যারা শ্রমের মর্যাদা ও মূল্য দেয় না তাদের নিয়ে একসাথে দেশ গড়ার কাজ করা যায় না। তাই দেশের উন্নয়নের স্বার্থে শ্রমিক ও শ্রমের মর্যাদা, ন্যায্য মজুরি, সুনির্দিষ্ট কর্মঘণ্টাসহ সকল বৈষম্য নিরসন করা এখন সময়ের দাবি।
উদীচী সাধারণ মানুষের অধিকারের কথা বলে, মানবিক মর্যাদার কথা বলে, শোষিত মেহনতি মানুষের মুক্তির কথা বলে। তাই সংকটমোচনে ও অধিকার প্রতিষ্ঠায় উদীচীর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন বিপ্লব সরকার, উদয়শংকর বসাক ও উদীচী গেন্ডারিয়া শাখার সদস্যরা। সমবেতকন্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার ভেতর দিয়ে মে দিবসের অনুষ্ঠান শেষ হয়।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/@NRB365_News
আরও খবর পড়ুন:
সৈয়দা রিজওয়ানা ও গুইন লুইস বৈঠক
ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি; আরোপিত শুল্ক স্থগিত রাখার অনুরোধ
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
কাগুজেবাঘ সুনীল ছেত্রি, গোল মিসের মহড়া দিল হামজার বাংলাদেশ
অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন