Monday
22 September 2025

ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি; আরোপিত শুল্ক স্থগিত রাখার অনুরোধ

April 7, 2025

বাংলাদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুরোধ জানিয়েছেন বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাস স্থগিত রাখার। আমদানি বাড়িয়ে এবং শুল্ক কাঠামো সংস্কার করে ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার কথা উল্লেখ করা হয় চিঠিতে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করে ড. ইউনূস লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের এই অনুরোধ রক্ষা করবেন।
সোমবার ৭ এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ড. ইউনূস বলেন, আপনার (ট্রাম্প) অভিষেকের পরপরই আমি যুক্তরাষ্ট্রে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছি। জানিয়েছি, ১৭ কোটি মানুষের বর্ধনশীল বাজারে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী। আমরা এই উদ্যোগ গ্রহণকারী প্রথম দেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদারিতে বহু বছরের চুক্তিতে সই করেছে। ট্রাম্প প্রশাসন এলএনজি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই বাংলাদেশ এলএনজিভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বিশেষ করে তুলা, গম, ভূট্টা ও সয়াবিন বাংলাদেশে আমদানি বাড়ানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা আমেরিকান কৃষকদের আয় ও জীবিকার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। বাজারে এসব পণ্য দ্রুত পৌঁছাতে একটি ‘ডেডিকেটেড বন্ডেড ওয়্যারহাউস’ চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে মার্কিন কৃষিপণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

ড. ইউনূস জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রফতানি পণ্যে বাংলাদেশই সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়। তুলা, স্ক্র্যাপ লোহা ও কৃষিপণ্যে শুল্ক শূণ্য রাখার প্রতিশ্রুতি এবং গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা যন্ত্রপাতির মতো মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক হ্রাসের কাজ চলছে।

বাংলাদেশে ইতোমধ্যে মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক চালুর কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, এতে নাগরিক প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহন ও প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে নতুন দ্বার উন্মোচিত হবে।

আগামী তিন মাসের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করেন ড. ইউনূস। বলেন, এই সময়ের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য তৈরির কার্যক্রম শেষ করবো।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/@NRB365_News

আরও খবর পড়ুন:
তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ১৫
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
শেক্সপিয়রের দেশে বইয়ের মেলা, অনুপস্থিত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে