বিনোদন ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষ্যে এবারে মুক্তি পাওয়া চলচ্চিত্রের সংখ্যা ৬টি। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও ‘অন্তরাত্মা’ নামের ছবিগুলোর মধ্যে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে সফল হওয়ার প্রতিযোগিতা। তবে প্রথম দিনের প্রদর্শনী শেষে এককভাবে এগিয়ে যাওয়ার দাবি কেউ করতে পারছে না। বেশ কয়েক বছরের মধ্যে এবার ঈদের আয় রেকর্ড পরিমাণ।
জানা গেছে, ঈদের দিন শুধু মাল্টিপ্লেক্সগুলোতেই টিকেট বিক্রি হয়েছে প্রায় ৬০ লাখ টাকার। এর বড় অংশ এসেছে ৩৭টি হাউসফুল শো থেকে।
বরাবরের মত এবারেও শীর্ষে আছেন শাকিব খান। তার অভিনীত ‘বরবাদ’ আয় করেছে ২৮ লাখ টাকা। ছবিটিতে দর্শক টানায় শাকিবের পাশাপাশি ভূমিকা রেখেছেন টলিউডি ঈধিকা পাল।
বরবাদ থেকে পাক্কা ১০ লাখ টাকা কম আয় করেছে ‘দাগি’। আফরান নিশো আর তমা মির্জা অভিনীত ছবিটির প্রথম দিনের আয় ১৮ লাখ টাকা।
সাড়ে ৬ লাখ টাকার আয় নিয়ে তালিকার তৃতীয়তে আছে সরকারি অনুদানের ছবি ‘চক্কর ৩০২’। মোশররফ করিম অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে।
প্রায় ৫ লাখ টাকার আয় নিয়ে এর পরেই আছে ‘জংলি’। সিয়াম আহমেদ, দীঘি ও শবনম বুবলী অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটির গান ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
‘বরবাদ’ বরবাদ করে দিয়েছে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’র বাজার। আয় করেছে মাত্র এক লাখ টাকা।
জাজ মাল্টিমিডিয়ার প্রথম দিনের বাজার পড়েছে মুখ থুবড়ে। তাদের ‘জ্বিন ৩’ লাখ টাকার অংকও ছুতে পারেনি। সজল ও নুসরাত ফারিয়া জুটি ভবিষ্যতে কতোটা এগোবে তা নির্ভর করবে আগামী কয়েকদিনের দর্শক চাহিদার ওপর।
তবে প্রথম দিনের হিসাবটা পুরোই মাল্টিপ্লেক্সগুলোর। এর বাইরেও রয়েছে দেশের বিভিন্ন স্থানে থাকা সিনেমা হলের হিসাব। অবশ্য প্রথম সপ্তাহ না গেলে বোঝা যাবে না কোন ছবি কোন পথে হাঁটছে।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
আরও খবর পড়ুন:
কাগুজেবাঘ সুনীল ছেত্রি, গোল মিসের মহড়া দিল হামজার বাংলাদেশ
বিচারহীনতার অপসংস্কৃতিই আছিয়াদের মৃত্যুর কারণ
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
শেক্সপিয়রের দেশে বইয়ের মেলা, অনুপস্থিত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে