স্পোর্টস ডেস্ক
ইতিহাস গড়েছেন বাঘিনীরা। ঋতুপর্ণারা বিশ্বকাপ ও অলিম্পিকের পথে বাড়িয়ে দিয়েছেন এক পা। গল্পটা শুরু হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানোর মধ্য দিয়ে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলবে… এমন হিসাব-নিকাষ কোনোদিন এদেশের মানুষ করবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। নারী ফুটবলাররা এবার ভাবতে বাধ্য করেছেন। ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাই এশিয়া কাপের পরিকল্পনায় প্রাধান্য দিচ্ছে বিশ্বকাপ ও অলিম্পিককে।
ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশের একটি ম্যাচ বাকী আছে। তাই এখনই উচ্ছ্বাসে মাতেননি ফুটবলাররা। শনিবার তুর্কমেনিস্তানের সাথে ম্যাচের পরই উচ্ছ্বাসে মাততে চান… এমনটাই বলেছেন দলের সিনিয়র সদস্য শিউলি আজিম।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে। ২০২৬-এর মার্চে এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায়। এশিয়ান কাপের সেরা ৬টি দল খেলবে বিশ্বকাপে। ওই ছয় দলের একটি হতে চায় বাংলাদেশ। পরিকল্পনা সাজানো হবে সেভাবেই।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়া কাপে অংশ নিবে ১২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ, এই ৬টি দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালের চারটি দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলোর মধ্যে হবে প্লে-অফ ম্যাচ। জয়ী দুই দলও খেলবে বিশ্বকাপের মূল পর্বে। আর হেরে যাওয়া দুই দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলবে বিশ্বকাপের টিকেট পেতে। এশিয়া কাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে থাকছে শক্তিশালী বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানারআপ দক্ষিণ কোরিয়া, তৃতীয় স্থান অর্জনকারী জাপান ও স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেতে হলে বাংলাদেশকে অবশ্যই প্রথমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ এশিয়া কাপ জয়ী হবে এমন ভাবনার চেয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার দিকে আগে নজর দিবে।
এমন সুযোগ বারবার আসে না… এমনটাই বললেন নারী উইংয়ের প্রধান। বললেন, এশিয়া কাপে শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। তাই টুর্নামেন্টের আগে আরও শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। এ বিষয়ে বাফুফে সভাপতির সাথে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বাফুফে। সেই টাকা আজও পাননি ফুটবলাররা। সাত মাস আগের ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে নারী ফুটবলারদের পাওনা বুঝিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন কিরণ।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
আটক বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সাথে যুক্ত: মালয়েশিয়া পুলিশ
সেপ্টেম্বরে লন্ডনে হবে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা
‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে’ বিবিসিকে বললেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা
তেহরানের দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে আনা হচ্ছে
কালোটাকা সাদা করার সুযোগ: কঠোর সমালোচনা সিপিডি’র