ইউরোপ ডেস্ক (ফ্রান্স)
বিপজ্জনক বিবেচিত অভিবাসীদের দীর্ঘ মেয়াদে ডিটেনশন সেন্টারে আটক রাখার বিধান বাতিল করেছে ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল লো কনসেই করস্টিটিউসিওনেল। সম্প্রতি এক রায়ে সাংবিধানিক কাউন্সিল এই সিদ্ধান্ত দেয়। ফরাসি সংসদ যেসব আইন পাস করে সেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখে এই কাউন্সিল।
সম্প্রতি গুরুতর অপরাধে দণ্ডিত হয়েছেন বা যারা জননিরাপত্তার জন্য ‘বিশেষভাবে বিপজ্জনক’ বলে বিবেচিত এমন বিদেশি নাগরিকদের বিষয়ে সংসদে আইন পাস হয়। এই আইনে বলা হয়, দণ্ডিত ব্যক্তিদের ৯০ দিনের পরিবর্তে ২১০ দিন পর্যন্ত সিআরএ-তে আটক রাখা যাবে। সাংবিধানিক কাউন্সিল আইনটিকে অনুপযোগী ও সংবিধানের সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে মন্তব্য করে।
সংসদের বামপন্থী সদস্যদের আবেদনের কারণে বিষয়টি সাংবিধানিক কাউন্সিলে পাঠানো হয়। কাউন্সিলের এমন সিদ্ধান্ত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়োর জন্য হতাশা সৃষ্টি করেছে।
বর্তমানে সন্ত্রাসবাদের কারণে দণ্ডিতদের জন্য ২১০ দিন পর্যন্ত আটকের বিধান প্রযোজ্য ছিল। নতুন আইনে এটি মাদক পাচার, ধর্ষণ, হত্যা বা সহিংস চুরির মতো অপরাধে দণ্ডিত অণ্ডিত অভিবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা ছিল।
সাংবিধানিক কাউন্সিল দণ্ডিত বিদেশি নাগরিকদের আটক রাখার সিদ্ধান্ত এমনভাবে নিতে হবে যেনো তার ব্যক্তিগত স্বাধীনতা অযৌক্তিকভাবে সীমিত না হয় বলে মনে করে।
অভিবাসীদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থা লা সিমাদ। তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের সেক্রেটারি জেনারেল ফানেলি কারে-কন্তে বলেন, কাউন্সিলের এই সিদ্ধান্তটি স্বরাষ্ট্রমন্ত্রী ও যারা আইনটি প্রণয়নে ভূমিকা রেখেছে তাদের জন্য সতর্ক বার্তা। তার ভাষায়, এটি ছিল অকার্যকর এবং মানবাধিকার পরিপন্থী।
অন্যদিকে, ডানপন্থী রাজনীতিকরা কাউন্সিলের এই সিদ্ধান্তে হতাশা জানিয়েছে।
খবর সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
ভেঙে ফেলা ৪৫০ বছরের পুরনো স্থাপনার রেপ্লিকা নির্মাণের দাবি
কুয়েতে এটিএম বুথ জালিয়াতি, বাংলাদেশি গ্রেফতার
নাগরিকদের কথা শুনেই সরকার পরিচালনা করতে হবে: তারেক রহমান
মণি সিংহের জন্মজয়ন্তি: সাম্রাজ্যবাদ ও জঙ্গিবাদের কবল থেকে দেশকে রক্ষার শপথ
রাশিয়া ও ইরানের পাশে চীন, কঠোর বার্তা মার্কিনীদের জন্য