Monday
22 September 2025

সেপ্টেম্বরে লন্ডনে হবে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা

June 28, 2025

ইউরোপ ডেস্ক (লন্ডন):
লন্ডনে অনুষ্ঠেয় বইমেলার তারিখ ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে চলতি বছরের সেপ্টেম্বরে। এ বছরও বাংলাদেশ ও অন্যান্য দেশের পাঠক, লেখক, সাহিত্যিক ও প্রকাশকেরা অংশ নিবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দিনের এ আয়োজনের উদ্বোধন হবে ১৪ সেপ্টেম্বর রোববার দুপুর একটায়। বইমেলা ও উৎসব ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে ১৯১-১৯৬ হ্যানবারি স্ট্রিট, লন্ডন ই১ ৫ এইচইউ-এর ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টার।

বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজক সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। তারা জানিয়েছে, প্রতিদিন বইমেলার পাশাপাশি চলবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সেমিনার, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, অতিথি শিল্পীদের সঙ্গে বিলাতের খ্যাতিমান শিল্পীদের সঙ্গীত পরিবেশনা ও নাচ।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উদয় শঙ্কর দুর্জয় জানান, বইমেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলা, বাঙালি ও বাংলা ভাষায় অন্যতম চারণভূমি লন্ডনে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি যুক্তরাজ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে’ বিবিসিকে বললেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা
তেহরানের দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে আনা হচ্ছে
পাসপোর্ট ও নীল বিদ্রোহ: মঈন কাদেরি
আজকের শীর্ষ ১০ সংবাদ, ১৭ জুন ২০২৫
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে