বাংলাদেশ ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) গ্র্যাজুয়েশন সেরিমনি- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং একই সাথে নতুন জীবনের সূচনাকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়।
রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক আনোয়ার হাবিব কাজল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কবে ও কখন এ অনুষ্ঠান হয় তা না জানানোর পাশাপাশি এতে সভা প্রধান কে ছিলেন তাও জানানো হয়নি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন রুপায়ন গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ব্রিটিশ কাউন্সিল-এর কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান, অক্সফোর্ড এ-কিউ-এ এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট কান্ট্রি লিড সারওয়াত মাসুদা রেজা, রূপায়ণ সিটির সিইও মাহবুবুর রহমান, ড্যাফোডিল গ্রুপের সিওও ড. মোহাম্মদ ইমরান হোসেন, ব্র্যান্ড অ্যান্ড কম্যুনিকেশন ডেপুটি ডিরেক্টর সামিহা খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান, অধ্যক্ষ নাজাহ সালাওয়াত। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের চিন্তা ধারা উপস্থাপন করে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
ড. সবুর তার বক্তব্যে বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের সময় পার করছি। এই সময়ে সভ্যতার বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ ছয় বছর পর পরিস্থিতি এমন থাকবে না। রোবট, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি পুরো চাকরির ক্ষেত্রকেই পাল্টে দেবে। প্রযুক্তি ও যন্ত্রপাতিই মানুষের মতো কাজ করবে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনি শিক্ষার্থীদেরকে এখন থেকেই প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
‘নিরাপদ দেশের সব আশ্রয়প্রার্থীর নিরাপত্তার নিশ্চয়তা নেই’
সুপার ফোরের আশায় টাইগারদের ‘ডু আর ডাই ম্যাচ’
সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে: সিপিবি
ঢাকা কলেজের আত্নত্যাগে ঢাকা বিশ্ববিদ্যালয়; অথচ তারাই ঢাকা কলেজ-সহ ৭ সরকারি কলেজ খেয়ে দিলো
বাংলাদেশি পাসপোর্টে ভিসা পাবেন কি করে? (ভিডিও-সহ)
ভেঙে ফেলা ৪৫০ বছরের পুরনো স্থাপনার রেপ্লিকা নির্মাণের দাবি