Monday
22 September 2025

সুপার ফোরের আশায় টাইগারদের ‘ডু আর ডাই ম্যাচ’

September 16, 2025

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশেন শঙ্কা দূর করতে পারতো হংকং। এশিয়া কাপের বি-গ্রুপের ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছেও জিততে পারেনি শ্রীলংকার সাথে। শ্রীলংকার পরাজয়ে বাংলাদেশ খানিকটা সুবিধাজনক অবস্থানে থাকতো। তবে এখনও পুরোপুরি হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি। কয়েকটি যদি-কিন্তুর হিসেব মিললে টাইগাররা পৌঁছে যাবে সুপার ফোরে।

নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা। সুপার ফোরে যেতে এই ম্যাচ জিততেই হবে শান্তদের। হেরে গেলে আর কোনো যদি-কিন্তুর হিসেব মিলবে না, কাটতে হবে ফিরতি ফ্লাইটের টিকেট।

আফগানদের সাথে জেতার ব্যবধানটাও হতে হবে বেশ বড়ো। স্বল্প ব্যবধানে জিতে পরের হিসেব মিললেও লাভ হবে না। এমনিতেই আফগানিস্তান রানরেটে এগিয়ে আছে অনেকটা। তার ওপর সংযুক্ত আরব আমিরাতকে আফগানরা নিজেদের হোমগ্রাউন্ড হিসেবেই দেখে। তাই আফগানিস্তানকে হারাতে টাইগারদের স্থানীয় ক্রাউড ও পীচকেও মোকাবেলা করতে হবে। সেই সাথে থাকবে স্নায়ুর চাপ।

এই ম্যাচে জেতার পর টাইগারদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও শ্রীলংকার ম্যাচের দিকে। সেই ম্যাচে আফগানিস্তানকে হারতে হবে বড়ো ব্যবধানে। তখন বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তানের পয়েন্ট হবে সমান ৪ করে। আসবে রানরেটের হিসাব। এই রানরেটে আফগানিস্তান আছে সুবিধাজনক স্থানে। এক ম্যাচ খেলে তাদের রানরেট ৪ দশমিক ৭ (+৪.৭০০)। দুই ম্যাচ শেষে বাংলাদেশের রানরেট –শূণ্য দশমিক ৬৫ (-০.৬৫), শ্রীলংকার ১ দশমিক ৫৪৬ (+১.৫৪৬)।

বাংলাদেশের সাথে হারলে আফগানিস্তানের রানরেট কমবে। অন্যদিকে বাংলাদেশের রানরেট বাড়বে। তবে সেটি পর্যাপ্ত নাও হতে পারে। তবে শ্রীলংকা বড়ো ব্যবধানে জেতার পর আফগানিস্তানের যে রানরেট দাঁড়াবে তাতে বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে সুপার ফোরে। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শ্রীলংকা যাবে সেরা চারে। আরেকটি হিসেব আছে সামনে; বাংলাদেশ যদি আজ জেতে এবং পরের ম্যাচে আফগানিস্তান শ্রীলংকার কাছে হারে তাহলে তিন দলের পয়েন্ট হবে ৪ করে। তখন হেড টু হেড ম্যাচ ও রানরেটের সুবাদে শ্রীলংকা যাবে সুপার ফোরে আর রানরেটের কারণে বাংলাদেশকে টপকে আফগানিস্তান পরের রাউন্ডে লংকানদের সঙ্গী হবে।

তবে এইসব জটিল হিসেব মেলাতে আগে প্রয়োজন বাংলাদেশের জয় এবং যতোটা সম্ভব বড়ো ব্যাবধানে। আর আফগানদের সাথে হারলে এইসব কোনো হিসেবই কাজে লাগবে না। তাই ডু অর ডাই ম্যাচে নামতে হবে টাইগারদের।

এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
শেনজেন ভিসা পেতে যা করবেন (ভিডিওসহ)
সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে: সিপিবি
ঢাকা কলেজের আত্নত্যাগে ঢাকা বিশ্ববিদ্যালয়; অথচ তারাই ঢাকা কলেজ-সহ ৭ সরকারি কলেজ খেয়ে দিলো
বাংলাদেশি পাসপোর্টে ভিসা পাবেন কি করে? (ভিডিও-সহ)
অভিবাসী ইস্যুতে নতুন আইন বাতিল করলো ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল