Monday
22 September 2025

কুয়েতে এটিএম বুথ জালিয়াতি, বাংলাদেশি গ্রেফতার

August 6, 2025

এশিয়ান ডেস্ক (কুয়েত)
এটিএম বুথ থেকে টাকা চুরির দায়ে কুয়েতে এক বাংলাদেশি ও দুই পাকিস্তানি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশির নাম রাজু। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়া বাংলাদেশি দুই পাকিস্তানির সাথে যোগসাজশ করে এই জালিয়াতি করে। মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে পরিচালিত সিন্ডিকেটের আন্তর্জাতিক শাখার সন্ধানও পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার ৪ আগস্ট কুয়েতের স্থানীয় গণমাধ্যম এই জালিয়াতি এবং গ্রেফতারের সংবাদ প্রকাশ করে। বাংলাদেশি রাজু কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। অন্যদিকে, মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন দুই পাকিস্তানি।

বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে রাজুকে গ্রেফতার করা হয়। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-শুয়েখ থেকে আটকের সময় রাজুর কাছ থেকে ৫ হাজার দিনারসহ বিদেশে অবৈধ তহবিল স্থানান্তরের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও ফোন জব্দ করেন গোয়েন্দারা।

রাজুর কাছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে অন্যদেশে অবৈধভাবে টাকা পাঠানোর স্লিপ ছিল। আটকের পর ফিঙ্গারপ্রিন্ট ও বুথের ক্যামেরার ফুটেজ থেকে গোয়েন্দারা রাজুর সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হন।

তদন্তে জানা যায়, অপরাধীরা মূলত কুয়েতি ও প্রবাসীদের টার্গেট করে এটিএমের কার্ডলেস (জালিয়াতি)-এর মাধ্যমে বুথ থেকে টাকা বের করতো।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
নাগরিকদের কথা শুনেই সরকার পরিচালনা করতে হবে: তারেক রহমান
মণি সিংহের জন্মজয়ন্তি: সাম্রাজ্যবাদ ও জঙ্গিবাদের কবল থেকে দেশকে রক্ষার শপথ
দীপককে সম্পাদক করে সিপিবির ৪২নং ওয়ার্ড কমিটি গঠন
দেশের প্রথম স্কুলের ১৯০ বছর পূর্তি আজ
আটক বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সাথে যুক্ত: মালয়েশিয়া পুলিশ