বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ঢাকা মহানগরের ৪২ নম্বর ওয়ার্ড শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়েনের সাবেক সভাপতি দীপক শীল সম্পাদক ও শামীম হোসেন সহ-সম্পাদক নির্বাচিত হন।
২৫ জুলাই শুক্রবার সূত্রাপুরের কমরেড রণেশ দাশগুপ্ত স্মৃতি পাঠাগারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপ্রধান ছিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নেসার আহমেদ। এতে সিপিবি’র ত্রয়োদশ কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন খান।
সম্মেলনে শোক প্রস্তাব উত্থাপন করেন জয় বণিক। শাখার কাজের প্রতিবেদন এবং গণসংগঠন ও পার্টি সংগঠনের কাজের পরিকল্পনা উত্থাপন করেন শাখা সম্পাদক দীপক শীল। আলোচনায় অংশ নেন সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, জয় প্রকাশ চৌধুরী, শামীম হোসেন, পিনাক মহলানবিশ ও অনির্বাণ তনুসহ অন্যরা।
সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত হয়। গণ-আন্দোলনের আকাঙ্খা যেনো ক্ষমতা লোভী ও মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠী কুক্ষিগত করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও শাখা অঞ্চলের নাগরিক সংকট নিয়ে আন্দোলন গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
বাংলাদেশের এশিয়ান কাপের ড্র পট চূড়ান্ত
দেশের প্রথম স্কুলের ১৯০ বছর পূর্তি আজ
বাঘিনীদের বিশ্বকাপে দেখতে চায় বাফুফে
আটক বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সাথে যুক্ত: মালয়েশিয়া পুলিশ
সেপ্টেম্বরে লন্ডনে হবে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা