স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্ট শহরে আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। বাংলাদেশসহ ১২টি দেশের নারী দল অংশ নিবে টুর্নামেন্টে। সিডনি হারবারে এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে ২৯ জুলাই।
আজ বুধবার ২৩ জুলাই এশিয়ান ফুটবল কনফেডারেশন আজ মূল পর্বের ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে পট তালিকা প্রকাশ করেছে। তিনটি পটে ১২টি দলকে রাখা হবে। এই ১২টি দলের মধ্যে ৮টি দল এসেছে বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। বাকী চারটি দলের মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ান চীনসহ শীর্ষ তিন দল ও স্বাগতিক অস্ট্রেলিয়া। নারী এশিয়ান কাপে তাই সরাসরি খেলার সুযোগ পাচ্ছে চীন, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া। চারটি পটে তিনটি করে দল থাকবে।
ফরমেট অনুযায়ী এবারের ১২টি দলের মধ্য থেকে ৮টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। তিন গ্রুপের সেরা দুই দলের পাশাপশি তৃতীয় স্থানে থাকা সেরা দুইটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের গ্রুপে তৃতীয় পটে থাকা ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সাথে খেলা পড়বে। এই তিন দলের র্যাংকিং ৪১ থেকে ৫১-এর মধ্যে। ৫৫ নাম্বার র্যাংকিংয়ে থাকা মিয়ানমারকে বাছাই পর্বে হারিয়েছে বাংলাদেশ। এই তিন দলের যার সাথেই গ্রুপে দেখা হোক, সেই ম্যাচটি জিতলে কোয়ার্টারে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে কৃষ্ণাদের।
পট ১: অস্ট্রেলিয়া (১৫), জাপান (৭) ও উত্তর কোরিয়া (৯)
পট ২: চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১) ও ভিয়েতনাম (৩৭)
পট ৩: ফিলিপাইন (৪১), চাইনিজ তাইপে (৪২) ও উজবেকিস্তান (৫১)
পট ৪: ইরান (৬৮), ভারত (৭০) ও বাংলাদেশ (১২৮)
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/@NRB365_News
আরও খবর পড়ুন:
দেশের প্রথম স্কুলের ১৯০ বছর পূর্তি আজ
রাশিয়া ও ইরানের পাশে চীন, কঠোর বার্তা মার্কিনীদের জন্য
বাঘিনীদের বিশ্বকাপে দেখতে চায় বাফুফে
আটক বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সাথে যুক্ত: মালয়েশিয়া পুলিশ
সেপ্টেম্বরে লন্ডনে হবে ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা